উপজেলা রিসোর্স সেন্টার সমূহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য স্থাপন করা হয়েছে। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রয়োজন বিভিন্ন ধরণের প্রশিক্ষণ উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে প্রদান করা হ। প্রাইমারিট্রেনিংইন্সটিটিউটসমূহের(PTI) সীমাবদ্ধতার কারণে এবং প্রাথমিকবিদ্যালয়সমূহে শিখন-শেখানোকার্যক্রমেরগুণগতমানবৃদ্ধিকরণ, বিভিন্নধরনের শিখণশেখানো উপকরণ ও প্রশিক্ষণকে প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছিনিয়েযাওয়ারলক্ষ্যনিয়েআইডিয়াল এবংনোরাডপ্রকল্পেরআওতায় প্রতি ইউআরসি তে ৪(চার)জন জনবল নিয়ে ৪৮১টিউপজেলায়ও থানায়উপজেলা/থানারিসোর্সসেন্টার(ইউআরসি/টিআরসি) স্থাপনকরাহয়।পরবর্তীতে আরো ২৪টিথানায়উপজেলা/থানারিসোর্সসেন্টার(ইউআরসি/টিআরসি) স্থাপন করা হয়। ২০০৫সালেজনবলসহএপ্রতিষ্ঠানসমূহকে রাজস্বখাতে স্থানান্তরকরা হয়। ইউআরসিসমূহের প্রধাননির্বাহিকর্মকর্তা ইউআরসি ইন্সট্রাক্টর।এছাড়াও একজন সহকারীইন্সট্রাক্টর, একজন ডাটাএন্ট্রিঅপারেটর ওএকজননৈশপ্রহরী ইউআরসিসমূহে কর্মরত রয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস